দেশি বাছাইকৃত তিল আমরা জাঁতায় ঘসে শাস বের করে বাজারজাত করছি।
- তিল মানুষের পুষ্টির একটি সাধারণ উৎস।
- প্রতিদিন ৮০ গ্রাম তিল বেটে সকালে খেয়ে ৫ মিনিট পরে এক গ্লাস জল খেলে শরীরে পুষ্ঠির অভাব দূর হয় ও দাঁত শক্ত হয়।
- রক্ত আমশয় ও সাধারণ আমাশয় ভাল করতে এটি উপকারী।
তিল মানব দেহে আরও যে সব উপকার করে-
- ফোড়া দূর করতে
- পচা ক্ষত দূর করতে
- দাঁত ও মাড়ির রোগ দূর করে।
তথ্যসূত্র: উকিপিডিয়া